বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে কম শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) নিয়ে তালিকভুক্ত হলেও মোবাইল অপারেটর কোম্পানি হিসেবে অনেকেই আকাশ কুসুম ভাবতে শুরু করে রবি আজিয়াটা নিয়ে। যে কারনে তালিকাভুক্ত হওয়ার পর থেকে প্রতিদিন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দর বাড়ছিল। তবে এই অস্বাভাকি দর বাড়ার পেছনে কোন কারন নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবির অস্বাভাবিক দর বৃদ্ধির কারন অনুসন্ধানে তদন্ত করে ডিএসই। এতে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক অস্বাভাকি দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
উল্লেখ্য ব্যবসায় দূর্বল এ কোম্পানিটির শেয়ার লেনদেনের শুরুতেই ঝুকিঁপূর্ণ হয়ে যায়। আর এখন অতিমাত্রায় ঝুকিঁপূর্ণ অবস্থায় চলে আসা কোম্পানিটির পিই দাড়িঁয়েছে ১০৭.৭০-এ। যেখানে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৪০ পিই’র শেয়ারেই মার্জিন ঋণ বন্ধ করে দেওয়া আছে।
আরও পড়ুন…….
রবির বিরুদ্ধে কমিশনে পাওনাদারের অভিযোগ
গ্রামীণফোনের থেকে নিট সম্পদে বেশি সত্ত্বেও ঋণে জর্জরিত রবি
আইপিওকালীন জিপির ২৪৩ কোটি টাকার মূলধনে মুনাফা ছিল ৩০৬ কোটি, রবির ৪৭১৪ কোটিতে?
ইতিহাসের সর্বনিম্ন ইপিএস নিয়ে সর্বোচ্চ শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে রবি
গ্রামীণফোনের ৯ মাসে ইপিএস ১৯.৮৯ টাকা, রবির বছরে ৪ পয়সা
রবি শেয়ারপ্রতি ১ টাকা পাওয়ারও যোগ্যতা অর্জন করতে পারেনি
গ্রামীণফোনের থেকে ২৬৬১ কোটি টাকার বেশি সম্পদ নিয়েও ধুকছে রবি
জিপির অর্ধেকের বেশি টার্নওভার রবির, কিন্তু মুনাফা ১ শতাংশেরও কম
সবচেয়ে বড় মূলধনী ন্যাশনাল ব্যাংক আস্থার তলানিতে, এসেছে আরও দূর্বল ব্যবসার রবি
রবি জর্জরিত ৪৪৫ মামলায় : ঝুঁকি কয়েক হাজার কোটি টাকা ক্ষতির
এফআরসির নির্দেশনা অমান্য করে বেশি ইপিএস দেখিয়েছে রবি
বিজনেস আওয়ার/০৫ জানুয়ারি, ২০২১/আরএ